Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন


এক নজরে ইউনিয়ন

এক নজরে ইউনিয়ন:  চররুহিতা  ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন অর্থাৎ লক্ষ্মীপুরের দক্ষিনাঞ্চলে  অবস্থিত। লক্ষ্মীপুর সদর উপজেলার এই দক্ষিনাঞ্চল মুক্তিযুদ্ধের চারণ ভূমি হিসেবে ও বেশ পরিচিতি রয়েছে। এই ইউুনয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যার আয়তন ২৮.৫৫ বর্গ কিলোমিটার এবং এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৬২,১১৭ হাজার, এই ইউনিয়নে রয়েছে ৪৪ কি.মি. রাস্তা যার অধিকাংশই কাচা রাস্তা।চররুহিতা ইউনিয়নে ৬ টি গ্রাম এবং এটি ৯ ওয়ার্ডে বিভক্ত।। ইউনিয়নের ৬টি গ্রামের মধ্যে চররুহিতা গ্রামটি অন্য সব গ্রামের চাইতে বড় বিধায় এর নামকরন করা হয়েছে চররুহিতা ইউনিয়ন।

 

) ইউনিয়নের ভৌগলিক অবস্থানঃ

          দক্ষিনে চর রমনী মোহনা ইউনিয়ন, দক্ষিন পশ্চিমে দক্ষিন চরবংশী ইউনিয়ন, পশ্চিমে চাঁদপুর মেঘনা নদী, উত্তরে রামগঞ্জ উপজেলা, উত্তর পূর্ব দিকে দালাল বাজা্র ইউনিয়ন ও রায়পুর  উপজেলা পূর্বদিকে লক্ষ্মীপুর জেলা। ইউনিয়নের চার পাশে বেড়ী বাধ।

 

) ইউনিয়নের আয়তনঃ

        ৪নং চররুহিতা ইউনিয়ন এর আয়তন ২৮.৫৫ বর্গ কিলোমিটার।

) ইউনিয়নের খানার  সংখ্যা- ৮৮৮৬, জনসংখ্যা- ৬২,১১৭ (২০১২ সালের অনুযায়ী), মোট ভোটার-২৫,০০০।

ঙ) রাস্তার আয়তন ৪৪ কি.মি.

) মোট ভূমির পরিমানঃ২৮৫৫ হেক্টর, আবাদী ভূমির পরিমানঃ১৯০০ হেক্টর

ছ) গ্রামের সংখ্যা: ০৬টি

যেমন:

চররুহিতা,চরলামছি, চরমন্ডল, মৌজা নদী ,দহ শালা, খাস মহল

ছ) ওয়ার্ড : ৯টি

) যোগাযোগ ব্যবস্থাঃ

        ১০.০০০ কিলোমিটার পাকা রাস্তা।

        ৩০.০০০ কিলোমিটার কাঁচা রাস্তা।

        ৪.০০      কিলোমিটার আদা পাকা

 

) দশর্নীয় স্থানঃ

       রসুল গন্জ বাজার মসজিদ মার্কেট।

           বেড়ী বাধ ।            

 

) হাট বাজারঃ

      ১। রসুলগঞ্জ বাজার।

      ২। নবীগঞ্জ বাজার ।

      ৩। ইসলামগঞ্জ বাজার।

      ৪।চররুহিতা বাজার (কাঞ্চনী বাজার)